ঢাকা, রবিবার, ১৯ মে, ২০২৪

রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এ কারণে রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মোট ৭০০ থেকে ৮০০ শয্যা বাড়ানো হবে। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এ সময় সবাইকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।


সচিব বলেন, কিছুক্ষণ আগে হৃদরোগ ইনস্টিটিউটে গিয়েছিলাম, সেখানে আরো ২০০ বেড বাড়ানোর কাজ শুরু হবে। পর্যায়ক্রমে বক্ষব্যাধি হাসপাতালসহ অন্যান্য স্থানে ৭০০ থেকে ৮০০ বেড বৃদ্ধি করার চেষ্টা করব। সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই দাবি করে লোকমান হোসেন মিয়া বলেন, আপনারা সীমাবদ্ধতার কথা জানেন। স্বাস্থ্যসেবার সঙ্গে যারা সম্পৃক্ত সবাই আন্তরিকভাবে কাজ করছেন।


তিনি আরো বলেন, দায়িত্ব নেয়ার পর আমার আজকে তৃতীয় দিন। গতকাল বুধবার সারাদিন আমাদের মিটিং ছিল। উত্তর সিটি কর্পোরেশনে এক হাজার ২৫০ বেডের হাসপাতাল হচ্ছে, সেখানে প্রায় আড়াইশ আইসিইউ থাকবে। এটি অচিরেই উদ্বোধন হবে।

ads

Our Facebook Page